অ্যাকসেসিবিলিটি লিংক

আগামী ৫০ বছর পশ্চিমবঙ্গের দায়িত্ব থাকবে তৃণমূলের হাতে-অভিষেক বন্দ্যোপাধ্যায়


পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার ঢোলাহাটের সভা থেকে বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে বললেন, “স্বরাষ্ট্রমন্ত্রী মতুয়াদের বিভ্রান্ত করছেন।” চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, “আগামী ৫০ বছর বাংলার দায়িত্ব থাকবে তৃণমূলের হাতে।”প্রসঙ্গত বলা যেতে পারে পশ্চিমবঙ্গে আসন্ন বিধান নির্বাচন দোরগোড়ায়। ইতিমধ্যেই জোরকদমে প্রচার শুরু করেছে তৃণমূল-বিজেপি উভয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা করছেন নেতারা। আজ শনিবার রাজ্যের দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে সভা করেন তৃনমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

please wait

No media source currently available

0:00 0:01:37 0:00

সেখান থেকে চাঁচাছোলা ভাষায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির নেতাদের আক্রমণ করেন তিনি। অমিত শাহের উত্তর ২৪পরগনায় ঠাকুরনগরের সভা ও সিএএ নিয়ে প্রতিশ্রুতি প্রসঙ্গে বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী মতুয়াদের বিভ্রান্ত করছেন। করোনার টিকাকরণের কাজ শেষ হতে ১০ বছর লাগবে। অর্থাৎ সিএএ এখন কোনওভাবেই কার্যকর হবে না।” এদিন ফের অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয়দের বহিরাগত বলে কটাক্ষ করেন অভিষেক। ব্যাঙ্গাত্মক সুরে বলেন, “যাঁরা বিবেকানন্দ ঠাকুর বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায় জানেন না তাঁরা বাংলা দখলের চেষ্টা করছেন। কিন্তু তাতে কোনও লাভ হবে না।” এরপরই চ্যালেঞ্জ ছুঁড়ে অভিষেক বলেন, “বাংলার একটা বুথেও পদ্ম ফুটবে না। ২৫০ টি আসন পাবে তৃণমূল।”

XS
SM
MD
LG