অ্যাকসেসিবিলিটি লিংক

তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চলেছে মমতা ব্যানার্জির তৃণমূল সরকার


এ বছর বিজেপির কাছে বেশ কিছু আসন হারিয়েও তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চলেছে মমতা ব্যানার্জির তৃণমূল সরকার। এবিপি আনন্দ ও সি-ভোটার, এই দুইয়ের সম্মিলিত জনমত সমীক্ষার ভিত্তিতে ২০২১ সালের ভোটের সম্ভাব্য ফলাফল এভাবেই জানানো হয়েছে। সমীক্ষায় বলা হয়েছে, রাজ্য বিধানসভার মোট ২৯৪টি আসনের মধ্যে তৃণমূল পাবে ১৫৪ থেকে ১৬২টি আসন, বিজেপি পাবে ৯৮ থেকে ১০৬টি আসন, বাম ও কংগ্রেসের জোট পাবে ২৬ থেকে ৩৪টি আসন, আর অন্যান্য দল ২ থেকে ৬টি আসন। গতবারে, অর্থাৎ ২০১৬ সালে তৃণমূল ২১১টি আসন পেয়ে নিরঙ্কুশ গরিষ্ঠতা অর্জন করেছিল। বিজেপি পেয়েছিল মাত্র তিনটি আসন। পাঁচ বছরের মধ্যে পাশার দান উল্টে গিয়েছে। তৃণমূলের বিরুদ্ধে অসন্তোষ এবং বিজেপির গ্রহণযোগ্যতা পশ্চিমবঙ্গের ভোটারদের কাছে অনেকটাই বেড়েছে‌।

সরাসরি লিংক

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী পরামর্শদাতা প্রশান্ত কিশোর চ্যালেঞ্জ করে বলেছেন, এবার রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপিকে দুই অঙ্কের কোঠা পেরোতে দেওয়া হবে না। অর্থাৎ ৯৯-এর মধ্যেই বিজেপির আসনসংখ্যা আটকে থাকবে। নির্বাচনী সমীক্ষায় দেখা যাচ্ছে, ব্যাপারটা প্রায় সেরকমই হতে চলেছে। বাম ও কংগ্রেসের আসন গতবার ছিল ৭৬টি, এ বছর তার থেকে বহু বহু অংশে কমে যাবে বোঝা যাচ্ছে। এটাই এপ্রিল-মে মাসে অনুষ্ঠেয় রাজ্য বিধানসভা নির্বাচনের আগে প্রথম জনমত সমীক্ষার ফল। এর পর আরও অনেকগুলো সমীক্ষা হবে। ভোটের দিন যত এগিয়ে আসবে, সমীক্ষার সংখ্যা ততোই বাড়বে। তবে এখন পর্যন্ত হাওয়া কোন দিকে বইছে, এই সমীক্ষায় কিছুটা অন্তত বোঝা যাচ্ছে।

XS
SM
MD
LG