অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রুডো'র দল কানাডার নির্বাচনে জয়ী হলেও, সংখ্যাগরিষ্ঠতা পায়নি


কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ওন্টারিও 'র রিচমন্ড হিলে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন, ১৮ই সেপ্টেম্বর, ২০২১, ছবি কার্লোস ওসোরিও/রয়টার্স
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ওন্টারিও 'র রিচমন্ড হিলে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন, ১৮ই সেপ্টেম্বর, ২০২১, ছবি কার্লোস ওসোরিও/রয়টার্স

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো'র লিবারেল পার্টি সংসদ নির্বাচনে জয়লাভ করেছে, তবে নির্বাচনে তিনি সংখ্যাগরিষ্ঠতা পাননি। করোনা ভাইরাসকে গুরুত্ব দেওয়া এই নির্বাচনে তিনি সংখ্যাগরিষ্ঠতা আশা করেছিলেন, তবে কানাডার অনেকেই এটাকে অপ্রয়োজনীয় বলে ভেবেছেন I

ট্রুডো সোমবারের নির্বাচনটি করেন যখন তিনি একটি স্থিতিশীল সংখ্যালঘু সরকারের নেতৃত্ব দিচ্ছিলেন আর এই সরকারের পতন ঘটার কোন রকম হুমকি ছিল না। তিনি আশা করেছিলেন কানাডার জনগণ মহামারী সঙ্কটে তাঁর ভূমিকার জন্য অন্যান্যদের চাইতে তাঁকে বেশি ভোট দিয়ে জয়যুক্ত করবেনI তবে ট্রুডোকে এই নির্বাচনের যৌক্তিকতা দিতে হিমসিম খেতে হয়েছে যে এই ভাইরাসের সময়ে তিনি কেন নির্বাচন ডাকলেন এবং বিরোধীরা অনবরত দোষারোপ করছেন যে, তিনি সময়সীমার দু বছর আগে তার নিজস্ব উচ্চাভিলাষ মেটাতে নির্বাচন দিয়েছেন।

শেষ পর্যন্তসেই বাজি কাজে লাগেনিএবং ফলাফলে সেই দু বছরের প্রতিফলন ছিল I দ্য লিবারেল পার্টি ১৫৬ টি আসন পেয়েছে, যা ছিল ২০১৯ সালের নির্বাচনে অর্জিত আসনের চাইতে একটি কম এবং হাউজ অফ কমন্সে সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য যে ১৭০টি আসন প্রয়োজন ছিল তার চেয়ে১ ৪টি আসন কম পেয়েছে।

রক্ষণশীলরা ১২১টি আসনে এগিয়েছিল বা জয়ী হয়, যে একই সংখ্যার আসন তারা ২০১৯ সালে পেয়েছিলোI বামপন্থি নিউ ডেমোক্র্যাটসরা পেয়েছে ২৭টি আসন, যারা আগের তূলনায় ৩টি আসন বেশি পায়I ব্লক কিওবেকস'র আসন সংখ্যা আগেকার মতই ,যারা ৩২টিআসন পেয়ে অপরিবর্তিত থাকে এবং গ্রীনস পার্টি পেয়েছে মাত্র দুটি আসনI

ট্রুডো বলেন, "আপনারা আমাদেরকে সেই স্পষ্ট বার্তা দিয়ে আবারও কাজ করতে পাঠাচ্ছেন এই স্পষ্ট ম্যান্ডেট দিয়ে যে কানাডাকে এই মহামারী থেকে মুক্ত করতে হবে"I তিনি বলেন, "আমি আপনাদের বার্তা পেয়েছি যে আপনারা যে কাজটি ভালোবাসেন তা করতে চান, মহামারী বা নির্বাচন নিয়ে ভাবতে চান না"I
তবে বিশেষজ্ঞদের ধারণা যে ট্রুডো এ ধরণের বিজয় আশা করেন নি I

মন্ট্রিয়াল'র ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে প্রফেসর, ড্যানিয়েল বেলান্ড বলেন, "ট্রুডো বাজি ধরা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছেন, তাই আমি বলবো এটা তাঁর জন্য অম্লমধুর এক বিজয়"I

XS
SM
MD
LG