অ্যাকসেসিবিলিটি লিংক

২০০১ সালে ১১ই সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলায় যারা নিহত হন, প্রেসিডেন্ট ট্রাম্প তাদের স্মরণ করেন


President Donald Trump and first lady Melania Trump stand as "Taps" is played to mark the anniversary of the Sept. 11 terrorist attacks, on the South Lawn of the White House, Monday, Sept. 11, 2017, in Washington.
President Donald Trump and first lady Melania Trump stand as "Taps" is played to mark the anniversary of the Sept. 11 terrorist attacks, on the South Lawn of the White House, Monday, Sept. 11, 2017, in Washington.

২০০১ সালে ১১ই সেপ্টেম্বর নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে আক্রমণের যারা শিকার হন, আমেরিকান জনগণ তাদের স্মরণ করছে এবং ডনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট হিসেবে এই প্রথম তাতে নেতৃত্ব দিচ্ছেন।

যুক্তরাষ্ট্রের মাটিতে সবচাইতে জঘন্য সন্ত্রাসী তৎপরতার ষোড়শ বার্ষিকিতে ট্রাম্প হোয়াইট হাউসে ৮:৪০এ এক মিনিটের নিরবতা পালন করেন। ১৬ বছর আগে সেই সময় আল কায়দা সন্ত্রাসীদের ছিনতাই করা প্রথম বিমানটি নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আক্রনণ চালায়। ২৩ মিনিট পরে দ্বিতীয় বিমানটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দ্বিতীয় ভবনিটিতে আঘাত হানে। এর পরপরই আকাশচুম্বি ভবন দুটি আগুন আর ধোঁয়ায় ধ্বসে পড়ে।

নিউ ইয়র্কে এক মিনিট নিরবতা পালনের পর এক এক করে নিহতদের নাম পড়া হয়।

সোমবার পরে ট্রাম্প পেন্টাগনে এক স্মরণসভা অনুষ্ঠানে অংশ নেন।

ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স পেনসেলভেনিয়া রাজ্যের শ্যাংক্সভিলে গেছেন যেখানে আরেকটি ছিনতাই করা বিমান বিধ্বস্ত হয়েছিলো।

১১ই সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় প্রায় ৩ হাজার মানুষ নিহত হয়।

XS
SM
MD
LG