অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দুটি ব্যবসায়িক উপদেষ্টা কমিটি বিলুপ্ত করেছেন।


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বুধবার ঘোষণা করেন যে তিনি আমেরিকার শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের নিয়ে গঠিত দুটি ব্যবসায়িক উপদেষ্টা কমিটি বিলুপ্ত করেছেন।

অন্তত সাতজন সিইও ট্রাম্পের American Manufacturing Council থেকে পদত্যাগ করেন। তারা ঐ কমিটি থেকে পদত্যাগ করেন গত শনিবার ভার্জিনিয়ার শার্লটসভিলে বর্ণবাদী আক্রমণ সম্পর্কে ট্রাম্পের প্রথম মন্তব্যের প্রতিবাদে। তারা মনে করেন প্রেসিডেন্টের প্রাথমিক মন্তব্য ছিল খুব দূর্বল।

এর আগে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, যে সব করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উপদেষ্টা কমিটি ত্যাগ করছেন, তারা যুক্তরাষ্ট্রের বাইরে পণ্য উৎপাদনের কারণে বিব্রত বোধ করেন এবং সে জন্যই ওই কমিটি থেকে পদত্যাগ করেছেন।

নিউইয়র্ক সিটিতে ট্রাম্প টাওয়ারের লবিতে ট্রাম্প সংবাদদাতাদের বলেন যে কোম্পানির সিইও‘রা অভ্যন্তরীণ উৎপাদনের বিষয়ে তাদের কাজ গুরুত্বের সঙ্গে নিচ্ছেন না।

তিনি বলেন, তিনি বার বার তাদের বলছেন যে যুক্তরাষ্ট্রে উৎপাদনের কাজ ফিরিয়ে আনাটা খুব জরুরী।

XS
SM
MD
LG