অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিনিধি পরিষদে বিবেচনাধীন অভিবাসন বিষয়ক দুটি আইন প্রস্তাবের প্রতি সমর্থন রয়েছে


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল মঙ্গলবার রিপাবলিকান দলের সংসদ বিধায়কদের একটি গ্রুপকে জানান, কংগ্রেসের প্রতিনিধি পরিষদের বিবেচনাধীন রয়েছে অভিবাসন বিষয়ক এমনি গোটা দুই আইন প্রস্তাবের প্রতি সমর্থন রয়েছে তাঁর।

মা-বাবার এবং অন্যান্য প্রাপ্তবয়স্ক অভিভাবকের সান্নিধ্য থেকে মেক্সিকো সীমান্তবর্তী দক্ষিনী বর্ডার এলাকায় বিচ্ছিন্ন করা শিশুদের ব্যাপার নিয়ে চলমান বিরুপ সমালোচনার মাঝখানেই ঐ গ্রুপের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক হয়।

ঐ সংসদ বিধায়কদের কাছে দেওয়া বক্তব্যে প্রতিনিধি পরিষদের বিবেচনাধীন দুটি প্রস্তাবই ট্রাম্প সমর্থন করছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের ডেপুটী প্রেস সচিব রাজ শা’ - যাতে দেওয়াল নির্মান, আইনী খামতি-ঘাটতির নিরসন, ভিসা লটারী বাতিলকরণ, শৃঙ্খল বদ্ধ অভিবাসন খর্ব করা এবং সীমান্ত সংকট ও পারিবারিক পৃথকীকরণ বিষয়গুলোর নিস্পত্তির বিধানের কথা বলা রয়েছে।

রিপাবলিকান দলীয় প্রতিনিধি পরিষদ বিধায়ক মার্ক মেডৌয বলেন, অভিবাসন বিষয়ে কিছু একটা করতেই হবে, এখুনি– বলেছেন ট্রাম্প ঐ বিধায়কদের গ্রুপটিকে।

প্রতিনিধি পরিষদের স্বরাষ্ট্র নিরাপত্তা কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাকল, ট্রাম্পের সঙ্গে গ্রুপের ঐ বৈঠককে চমৎকার বলে উল্লেখ করেন এবং বলেন, তিনি এবং কংগ্রেস বিধায়ক বাব গূডলেট যে আইন প্রস্তাবটির জন্যে জোর দিচ্ছেন, প্রেসিডেন্টের তার প্রতি সমর্থন রয়েছে।

XS
SM
MD
LG