শনিবার আমেরিকায় যে লক্ষ লক্ষ মানুষ, নতুন প্রশাসনের বিরুদ্ধে দেশ ব্যাপী বহু শহরে প্রতিবাদ বিক্ষোভ করে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রবিবার তার বিদ্রুপ করেন।
হোয়াইট হাউস থেকে এক টুইটার বার্তায় ট্রাম্প বলেন "গতকাল প্রতিবাদ বিক্ষোভ দেখলাম। মনে হলো আমাদের সবে নির্বাচন হয়েছে। তিনি টুইটারে বলেন আরও , “এরা ভোট দেয়নি কেন? বিখ্যাত ব্যক্তিরা তাদের লক্ষ্যের ক্ষতি করেন।”
নারী অধিকার আন্দলনকারী গ্লোরিয়া স্টাইনেম, সঙ্গিত শিল্পী ম্যাডোনা, অভিনেত্রী স্কারলেট জোহ্যাসেন
এবং অন্যান্য সুপরিচিত ব্যক্তিত্ব শনিবার, ওয়াশিংটনে Women's Marchএ নেতৃত্ব দেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের প্রতিবাদে ওই মিছিল সমাবেশ হয়।
দু ঘন্টা পরে ট্রাম্প আরেকটি টুইট বার্তায় বলেন “আমাদের গণতন্ত্রের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট হচ্ছে শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ। জনগনের মত প্রকাশের অধিকার আছে যদিও আমি তাদের সঙ্গে সব সময় একমত নই।”