যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গত ছয় সপ্তাহের মধ্যে প্রথম মুখোমুখি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে তাঁর প্রচার অভিযানের সঙ্গে রাশিয়ার সম্ভাব্য সংশ্লিষ্টতার বিষয়ে যিনি তদন্ত পরিচালনা করছেন, তিনি কেন্দ্রীয় তদন্ত ব্যুরো- এফবিআই’র সাবেক পরিচালক জেমস কোমীর বন্ধু এবং এ বিষয়টি বেশ বিরক্তিকর।
ডনাল্ড ট্রাম্প ফক্স নিউজ চ্যানেলের ‘ফক্স এন্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে বলেন, "বিশেষ পরামর্শক রবার্ট মুলার হচ্ছেন কোমীর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, যা খুবই বিরক্তি কর।"
কোন এক পর্যায়ে রবার্ট মুলারকে দায়িত্ব থেকে সরে যেতে হতে পারে এমন ইঙ্গিত দিয়ে প্রেসিডেন্ট বলেন, “আমাদের বিষয়টি দেখতে হবে।“ এবং তিনি এই কথাটা তিনবার বলেন। ট্রাম্প আরো বলেন, তিনি উদ্বিগ্ন ছিলেন যে মুলার যে আইনজীবীদের নিয়োগ করেছেন, তারা অতীতে ডেমোক্র্যাটদের সাহায্য করেছেন।