অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অভিবাসন সংক্রান্ত আইন প্রস্তাব সমর্থন করছেন


Trump Immigration
Trump Immigration

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অভিবাসন সংক্রান্ত আইন প্রস্তাব সমর্থন করছেন। ওই আইন প্রস্তাবের অধীনে, যে সংখ্যক স্বল্প দক্ষ অভিবাসন প্রত্যাশীকে আমেরিকায় প্রবেশ করতে দেওয়া হত, সেই সংখ্যা নাটকীয় ভাবে হ্রাস করা হচ্ছে। এছাড়াও যাদেরকে স্থায়ী বসবাসের জন্য গ্রীন কার্ড দেওয়া হয়, সেই সংখ্যা অর্ধেক করা হবে।

ওই আইন প্রস্তাব যারা কংগ্রেসে পেশ করছেন তাদের পাশে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন এই পদক্ষেপ, আমেরিকাকে অগ্রাধিকার দেবে।

তিনি বলেন "এই আইন প্রস্তাব এটাই প্রতীয়মান করে যে আমেরিকান পরিবার যারা কষ্ট করছেন তাদের প্রতি আমাদের কতটা সমবেদনা রয়েছে।."

হোয়াইট হাউসের এক শীর্ষ উপদেষ্টা স্টিভেন মিলার বলেন এই বিলের মাধ্যমে কারো প্রতি বৈষম্যমূলক আচরণ করা হবে না।

XS
SM
MD
LG