অ্যাকসেসিবিলিটি লিংক

উইকিলিক্স সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্প


প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেনযে উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে ব্রিটিশ পুলিশ যে ব্রিটেন থেকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে সেসম্পর্কে তিনি অবগত নন। অস্ট্রেলিয়ার নাগরিক ৪৭ বছর বয়সী অ্যাসাঞ্জ২০১২ সাল থেকে লন্ডনের একুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়ে ছিলেন। একুয়েডর বলছে অ্যাসাঞ্জ রাজনৈতিক আশ্রয়ের নিয়ম কানুন ভঙ্গ করেছেন।

সাংবাদিকরা ট্রাম্পকে অ্যাসাঞ্জের গ্রেপ্তার প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, তাঁর ভাষায়, “আমি উইকিলিক্স সম্পর্কে কিছু জানিনা এবং এটা আমার দেখার বিষয় নয়।"
অস্ট্রেলিয়ার নাগরিক অ্যাসাঞ্জ ২০১০ সালে পেন্টাগন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লক্ষ লক্ষ সামরিক ও কূটনৈতিক গোপন নথি ফাঁস করে দিয়ে বিশ্ব জুড়ে হৈচৈ ফেলে দিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় গোপন তথ্য ফাঁসের ঘটনায় অভিযুক্ত অ্যাসাঞ্জকে এখন যুক্তরাজ্য থেকে হস্তান্তরের বিষয়টি পররাষ্ট্র দপ্তর বিবেচনা করে দেখছে।

XS
SM
MD
LG