অ্যাকসেসিবিলিটি লিংক

অবৈধ অভিবাসিদের সন্তানদের নাগরিকত্বের অধিকার খারিজ বিষয়ে আলোচনা-সমালোচনার ঝড়


Trump Birthright Citizenship
Trump Birthright Citizenship

প্রেসিডেন্ট ট্রাম্প এই যে শুধুই জন্মসূত্রে প্রাপ্ত নাগরিকত্বের অধিকার- যুক্তরাষ্ট্রে অবস্থানরত নাগরিক নন এমোন বাসিন্দা বা অবৈধ অভিবাসিদের সন্তানদের ক্ষেত্রে - খারিজ করা হবে ব’লে যে উদ্যোগ গ্রহনের কথা তুলেছেন তাতে রাজনীতি অঙ্গনে তুলকালাম আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে । নির্বাহী নির্দেশ জারি করে এটা খারিজ করার কথা বলেছেন ট্রাম্প । আজ বুধবার ট্রাম্প ব’লেছেন – তথাকথিক এই নাগরিকত্বের অধিকার দিতে দেশের শত শত কোটি ডলার অপচয় হচ্ছে- নাগরীকদের স্বার্থের বিচারে এটা ন্যায়সঙ্গত নয়- যে কোনো পন্থায়েই হোক এটা খারিজ করতে হবে । ট্রাম্প বলেছেন – তিনি তাঁর কৌঁশুলীর সঙ্গে বিষযটি আলোচনা করেছেন – তিনি ব’লেছেন সাংবিধানিক কোনো সংশোধনীর প্রয়োজন এতে নেই । ট্রাম্পের নিজ দলেরই বিধায়কেরা ভিন্ন মত পোষন করেন এ ব্যাপারে । প্রতিনিধি পরিষদের স্পীকার পল রায়ানই পরিকল্পিত এ উদ্যোগের বিরোধী ।

XS
SM
MD
LG