যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরিসা মে কে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দিয়েছিলেন। বিবিসি কে দেওয়া এক সাক্ষাৎকারে মে বলেন প্রেসিডেন্ট ট্রাম্প তাঁকে বলেছেন ব্রেক্সিটের একটি কৌশল স্বরূপ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কোন আলোচনার পরিবর্তে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে।
বৈঠকের আগে, গত সপ্তাহে দা সান পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন টেরিসা মে তার পরামর্শ মোতাবেক কাজ করেননি। তিনি বলেন ‘আমি যেই পন্থা অবলম্বন করতে টেরিসা মে কে বলেছি তিনি তা করেননি। তার কাছে পদক্ষেপটি নিষ্ঠুর মনে হয়েছে। তিনি তার মতো করে বিষয়টির নিস্পত্তি করতে চেয়েছেন।
তিনি আরও বলেন, আমি জানি মের জন্য এই বিষয়টি কেন এত কঠিন কিন্তু আমার বিশ্বাস তিনি একদিন এই কাজটি করবেন। গত কয়েক মাস যাবত ব্রিটেনের রাজনীতিতে একটি অস্থিরতা বিরাজ করছে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়া আসার সিদ্ধান্তকে কেন্দ্র করে।