যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার ব্রিটিশ রাষ্ট্রদূত কিম ড্যারককে তাঁর কথায় "a very stupid guy বা অত্যন্ত মূঢ় ব্যক্তি বলে বর্ণনা করেছেন । এটি রাষ্ট্রদূতের ট্রাম্পকে মূল্যায়নের জবাব। রাষ্ট্রদূত বলেছিলেন যে ট্রাম্প হচ্ছেন , তাঁর কথায় , অপটু এবং অযোগ্য ।
টুইটারে ট্রাম্প বলেন যুক্তরাজ্য , যুক্তরাষ্ট্রের উপর এই পাগলাটে রাষ্ট্রদূতকে গছিয়ে দিয়েছে যাকে পেয়ে আমরা আদৌ পুলকিত নই।
যুক্তরাষ্ট্রের নেতা বলেন ২০১৬ সাল থেকে নিযুক্ত ওয়াশিংটনে ব্রিটেনের শীর্ষ কুটনীতিকের উচিৎ তাঁর দেশের সঙ্গে কথা বলা এবং প্রধান মন্ত্রী মে’র কথা বলা , তাঁদের ব্যর্থ ব্রেক্সিট আলোচনার কথা বলা এবং আমার এই সমালোচনার ব্যাপারে হতাশ না হওয়া যে আমি বলছি কত বাজে ভাবে ব্রেক্সিট বিষয়য়ে কাজ হয়েছে। তিনি আর ও বলেন আমি টেরিজা মে কে বলেছিলাম কী ভাবে সেই চুক্তি করা উচিৎ কিন্তু তিনি নিজে বোকামি করেছেন এবং সেটি পাশ করাতে ব্যর্থ হয়েছেন। কী মারাত্মক ঘটনা।
ট্রাম্প বলেন আমি রাষ্ট্রদূতকে জানিনা তবে আমাকে বলা হয়েছে তিনি হচ্ছেন আত্মভরি বোকা লোক। তাঁকে বলুন এখন বিশ্বে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও সামরিক শক্তি সর্ব শ্রেষ্ঠ।
এর কয়েক ঘন্টার মধ্যেই ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রী জেরেমি হান্ট , ট্রাম্পকে ভর্ৎসনা করেন এবং বলেন যে টেরিজা মে এবং ব্রিটেন সম্পর্কে তাঁর মন্তব্যগুলো অবমাননাকর এবং ভুল। তিনি আরো বলেন যে এ মাসের শেষে মে ক্ষমতা ত্যাগ করার পর , তিনি যদি ব্রিটিশ প্রধানমন্ত্রী হন , তিনি ড্যারককেই ওয়াশিংটনে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে রাখবেন।