অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তি বেরিয়ে আসায় বিশ্বনেতারা উদ্বিগ্ন


প্যারিস জলবায়ু চুক্তি থেকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে বিশ্ব নেতারা এবং পরিবেশবাদী দলগুলো উদ্বেগ প্রকাশ করেছে। বৈশ্বিক প্রচেষ্টায় ঐ মাইল ফলক চুক্তিটি সম্পাদিত হয় জলবায়ু পরিবর্তনের প্রভাব বা পরিণতি মোকাবেলার জন্য।

জার্মান,ফ্রান্স এবং ইটালির নেতার যৌথ এক বিবৃতিতে এই অস্বাভাবিক পদক্ষেপে তারা “দুঃখ প্রকাশ করেছে।”

ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জেন ক্লড জাঙ্কার বার্লিনে অনুষ্ঠিত কনফেডারেশন অফ জার্মান এমপ্লয়িস এক বৈঠকের বলেছেন, আমেরিকা এভাবে চুক্তি থেকে বেড়িয়ে আসতে পারবে না--- এর জন্য তাদের তিন থেকে চার বছর সময় লেগে যাবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রী হুয়া চুনিয়াং শুক্রবার বলেছেন, প্যারিস চুক্তির সংগে সম্পৃক্ত থাকার অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ দেশ হিসেবে চীন এই দায়িত্বের অংশীদার।

বিশ্বে সবচাইতে বেশি দূষণ নির্গমনকারী দেশ হচ্ছে চীন আর এর পরেই রয়েছে যুক্তরাষ্ট্র।

XS
SM
MD
LG