অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প বলেছেন সীমান্তে দেওয়াল তৈরির অর্থায়ন ছাড়া তিনি অভিবাসীদের সুরক্ষার বিল সমর্থন করবেন না


U.S. President Donald Trump speaks to reporters after a congressional Republican leadership retreat at Camp David, Md., Jan. 6, 2018.
U.S. President Donald Trump speaks to reporters after a congressional Republican leadership retreat at Camp David, Md., Jan. 6, 2018.

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শনিবার আবারও বলেছেন যে, যে আইন প্রস্তাবে লক্ষ লক্ষ অভিবাসীকে বহিস্কার করা থেকে রক্ষা করা হয়, তা তিনি সমর্থন করবেন না, যদি না তাতে সীমান্তে দেওয়াল তৈরির জন্য অর্থায়ন থাকে এবং লটারির ভিসা কার্যক্রম ও পারিবারিক সদস্যদের অভিবাসন প্রক্রিয়া সম্পূর্ণ ভাবে বাদ দেওয়া হয়।

ট্রাম্প বলেন Deferred Action for Childhood Arrivals বা DACA কার্যক্রম সকলেই চান কিন্তু তারা আরও চান যে দেশের নিরাপত্তা আরও শক্তিশালী হোক। DACA কার্যক্রম মার্চ মাসে শেষ হয়ে যাবে।

আইন প্রস্তাব প্রণয়নের ক্ষেত্রে, প্রশাসনের ২০১৮ সালের কর্মসূচীর বিষয়ে আলোচনা এবং নভেম্বর মাসে নির্বাচনের জন্য কলা কৌশল নির্ধারনের লক্ষ্যে ট্রাম্প, মেরিল্যান্ড রাজ্যে প্রেসিডেন্টের অবকাশযাপন কেন্দ্র ক্যাম্প ডেভিডে, রিপাবলিকান আইন প্রণেতাদের সঙ্গে এবং তাঁর মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানেই তিনি DACA বিষয়ে মন্তব্য করেন।

XS
SM
MD
LG