অ্যাকসেসিবিলিটি লিংক

করোনাভাইরাস প্রসঙ্গে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনালড ট্রাম্প কিচ্ছুক্ষন আগে করনাভাইরাস প্রসঙ্গে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলন করেন। তাঁর প্রশাসন করোনাভাইরাস রোধে কি পদক্ষেপ নিয়েছে তা সংবাদকর্মীদের জানান। প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর প্রসাশনের সমালাচনার বিরোধিতা করেন। ওদিকে আইনপ্রনেতাদের কাছে ২৫০ কোটি ডলারের ও বেশি অর্থ সহায়তা চেয়েছে রোগ প্রতিরোধ করার জন্য।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আরও তিনজন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬০।

বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটারে লেখেন, স্বাস্থ্য ও মানব সেবা মন্ত্রী এলেক্স এয্যার ,রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র এবং প্রসাশনের অন্যান্য কর্মকর্তারা করোনাভাইরাস মোকাবেলা করতে অসাধারণ কাজ করছে। তিনি কিছু সংবাদ মাধ্যমের বিরুদ্ধে জনমনে অযথা আতংক সৃষ্টি করার অভিযোগ করেন।

XS
SM
MD
LG