অ্যাকসেসিবিলিটি লিংক

ম্যানুফ্যাকচুয়াইরং বিষয়ে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করার জন্য ট্রাম্প করপোরেশনের প্রধানদের সমালোচনা করেছেন


FILE - In this Feb. 23, 2017 photo, President Donald Trump, left, speaks during a meeting with manufacturing executives, including Merck CEO Kenneth Frazier, center, and Ford CEO Mark Fields. Frazier is resigning from the President’s American Manufacturin
FILE - In this Feb. 23, 2017 photo, President Donald Trump, left, speaks during a meeting with manufacturing executives, including Merck CEO Kenneth Frazier, center, and Ford CEO Mark Fields. Frazier is resigning from the President’s American Manufacturin

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলছেন, যে সব করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, যারা তার ম্যানুফ্যাকচুয়াইরং বিষয়ে উপদেষ্টা পরিষদ ত্যাগ করছেন তারা, যুক্তরাষ্ট্রের বাইরে পণ্য উৎপাদনের কারণে বিব্রত বোধ করেন এবং সে জন্যই ওই সংগঠন থেকে পদত্যাগ করেছেন।

নিউ ইয়র্ক সিটিতে ট্রাম্প টাওয়ারের লবিতে ট্রাম্প সংবাদদাতাদের বলেন যে কোম্পানির সিইও‘রা অভ্যন্তরীণ উৎপাদনের বিষয়ে তাদের কাজ গুরুত্বের সঙ্গে নিচ্ছেন না ।

তিনি বলেন যে তিনি বার বার তাদের বলছেন যে যুক্তরাষ্ট্রে উৎপাদনের কাজ ফিরিয়ে আনাটা খুব জরুরী।

বেশ কয়েকটি বিখ্যাত কোম্পানির সিইও ট্রাম্পের American Manufacturing Council থেকে পদত্যাগ করেন। তারা ঐ পরিষদ থেকে পদত্যাগ করেন গত শনিবার ভার্জিনিয়ার শার্লটসভিলে বর্ণবাদী আক্রমণ সম্পর্কে টাম্পের প্রথম মন্তব্যের প্রতিবাদে। তারা মনে করেন প্রেসিডেন্টের প্রাথমিক মন্তব্য ছিল খুব দূর্বল।

XS
SM
MD
LG