অ্যাকসেসিবিলিটি লিংক

বিদেশি শক্তির কাছ থেকে নির্বাচনে প্রতিপক্ষের বিষয়ে তথ্য সংগ্রহের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের নিন্দে করেছেন ন্যান্সি পেলসি


众议院议长佩洛西在国会山的记者会上讲话。(2019年6月13日)

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলসি প্রেসিডেন্ট ট্রাম্পের নিন্দে করে বলেছেন যে বিদেশি শক্তির কাছ থেকে নির্বাচনে প্রতিপক্ষের বিষয়ে তথ্য সংগ্রহের যে ইচ্ছে তিনি ব্যক্ত করেছেন তা যুক্তরাষ্ট্রে সবাইকে অবাক করে দেবে।

পেলসি সংবাদদাতাদের বলেন যে এটা অত্যন্ত দুঃখের বিষয় যে তিনি ন্যায় থেকে অন্যায়কে আলাদা করতে পারেন না । পেলসি আরো বলেন যে আমাদের একজন প্রেসিডেন্ট আছেন যিনি আইন অমান্য করে চলেছেন এবং নিজের শপথ নেয়া পদের মর্যাদা রক্ষা করতে পারছেন না।

বুধবার প্রকাশিত ABC নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বলেছিলেন , এ ধরণের কথা শুনলে কোন ক্ষতি কাছ থেকে এ ধরণের তথ্য লাভ নৈতিক এবং আইনী দিক দিয়ে স্বাভাবিক নয়। অন্য রিপাব্লিকান জিম ম্যাকগভার্ণ বলেন, ধরুন কেউ যদি নরওয়ে থেকে আমাকে ফোনে বলেন যে তাদের কাছে আমার বিরোধী পক্ষের ব্যাপারে তথ্য আছে । তা হলে আমার মনে হয়, আমি সেটা শুনতে চাইবো। তিনি অবশ্য বলেন যে এটা ঠিক নির্বাচনে হস্তক্ষেপ নয়।

তবে প্রতিনিধি পরিষদের সদস্য রিপাব্লিকান ব্রায়ান শাটজ প্রেসিডেন্টের এই সব কথা নাকচ করে দিয়ে বলেন যে এই ধরণের তথ্য পাওয়ার সম্ভাবনা স্বাভাবিক নয় । বিদেশি কারো বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে তথ্য পাওয়া স্বাভাবিক নয় এবং এ সব ক্ষেত্রে অধিকাংশ লোকই এফবি আইকে খবর দেবে। সেনেটর ক্রিস কুন্স বলেছেন যে এর বিরুদ্ধে স্পষ্ট ভাবে রিপাব্লিকান এবং ডেমক্র্যাট উভয়কে সোচ্চার হতে হবে।

XS
SM
MD
LG