অ্যাকসেসিবিলিটি লিংক

এই বছরের প্রেসিডেন্ট নির্বাচন বিলম্ব করার পরামর্শ দিয়েছেন ট্রাম্প


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন যে নভেম্বরের নির্বাচনের ফলাফলের জন্য তিনি "সপ্তাহ, মাস বা এমনকি কয়েক বছর" অপেক্ষা করতে চান না কারণ তিনি মনে করেন যে ব্যালট ডাকে প্রেরণ করার ফলে ফলাফল বিলম্বিত হবে। বৃহস্পতিবার বিকেলে হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, "আমি আর দেরি চাই না।" তবে তিন মাস অপেক্ষাও করতে চাই না এবং পরে শুনতে চাই না যে ব্যালটগুলি হারিয়ে গেছে, এবং নির্বাচন ভেস্তে গেছে।বুদ্ধিমান লোকেরা এটি জানেন। বোকা লোকেরা এটি হয়তো জানেন না। " এর আগে দিনের শুরুতে, ট্রাম্প এই বছরের প্রেসিডেন্ট নির্বাচন বিলম্ব করার পরামর্শ দিয়েছিলেন।কোনো প্রমাণ ছাড়া টুইটারে অভিযোগ করেন যে ডাকে পাঠানো ব্যালট যা কিনা গণনা করতে বেশি সময় নেবে, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে “ইতিহাসের সবচেয়ে ত্রুটিপূর্ণ ও প্রতারণাপূর্ণ নির্বাচন” হিসেবে আখ্যা দেবে। এই রিপাবলিকান প্রেসিডেন্ট আরও বলেন, “এটি যুক্তরাষ্ট্রকে এক বিব্রতকর অবস্থায় ফেলে দেবে। জনগণ যাতে যথাযথভাবে, নিরাপদে ও সুরক্ষিতভাবে ভোট প্রদান করতে পারে সে জন্য নির্বাচন বিলম্ব করতে হবে?” নির্বাচন বিলম্ব করার ক্ষমতা প্রেসিডেন্টের নেই।যুক্তরাষ্ট্রের সংবিধানে, নির্বাচনের সময় বাছাই করার ক্ষমতা কংগ্রেসের রয়েছে। এবং আইন অনুসারে এটি নভেম্বরের প্রথম সোমবারের পর প্রথম মঙ্গলবারে অনুষ্ঠিত হবে।

XS
SM
MD
LG