অ্যাকসেসিবিলিটি লিংক

গুগল'এর পর এবার ট্রাম্প সমালোচনা করলেন ফেইসবুক ও টুইটারের


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলছেন যে গুগল, টুইটার এবং ফেইসবুক, বিতর্কিত এলাকায় পদচারণ করছে এবং তিনি তাদের সাবধান হতে সতর্ক করে দেন।

মঙ্গলবার ট্রাম্প এই মন্তব্য করার কয়েক ঘন্টা আগেই সকাল বেলা উপর্যুপরি কিছু টুইট বার্তা দিয়ে বিতর্কের সুত্রপাত করেন। তিনি ঐ টুইট বার্তায় লেখেন গুগলে সন্ধান করা ফলাফলে এমন ভাবে কারচুপি করা হয় যা প্রেসিডেন্টের প্রশাসনের বিপক্ষে যায়। প্রেসিডেন্ট বলেন যে সামাজিক মাধ্যমে সন্ধানের ফলাফল যে এক তরফা সে ব্যাপারে লোকজন অভিযোগ করছে। প্রেসিডেন্ট বলেন, “ আক্ষরিক ভাবেই আমাদের কাছে হাজার হাজার অভিযোগ আসছে”।

In this Monday, June 19, 2017, file photo, a user gets ready to launch Facebook on an iPhone, in North Andover, Mass. (AP Photo/Elise Amendola, File)
In this Monday, June 19, 2017, file photo, a user gets ready to launch Facebook on an iPhone, in North Andover, Mass. (AP Photo/Elise Amendola, File)

তাঁর ওভাল অফিসে একজন সংবাদদাতার প্রশ্নের জবাবে তিনি সুনির্দিষ্ট ভাবে গুগল, ফেইসবুক এবং টুইটারের কথা বলেন। ট্রাম্পের পুর্ববর্তী অভিযোগের জবাবে গুগুল বলে যে তাদের সার্চ এঞ্জিন, কোন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয় না। গুগল ‘এর বিবৃতিতে বলা হয় যে এর প্রধান লক্ষ্যই হচ্ছে , মূহুর্তের মধ্যেই সব চেয়ে জুৎসই উত্তর বের করে দেওয়া ।

XS
SM
MD
LG