অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প ফ্লিনকে ক্ষমা প্রদর্শন করলেন


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, তাঁর প্রশাসনের প্রথম দিককার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে ক্ষমা করে দিয়েছেন, এর ফলে তাঁর বিরুদ্ধে অপরাধ বিষয়ক মামলার পরিসমাপ্তি ঘটছে যাকে ট্রাম্প অন্যায় বলে অভিহিত করেছিলেন। ট্রাম্প টুইটারে লেখেন, “ আমি এটি ঘোষণা করতে সম্মানিত বোধ করছি যে, জেনারেল মাইকেল টি ফ্লিনকে পূর্ণ ক্ষমা প্রদান করা হয়েছে। প্রতিনিধি পরিষদের স্পীকার ডেমক্র্যাট ন্যানসি পেলসি এই ক্ষমা প্রদর্শনের সমালোচনা করে বলেন তাঁর কথায়, “আমাদের জাতীয় নিরাপত্তার গুরুতর এবং বিপজ্জনক লংঘনের জন্য ফ্লিনকে জবাবদিহি করা উচিত্”। পেলসি এক বিবৃতিতে বলেন “দুঃখের কথা এই ক্ষমা প্রদর্শন এ কথা আবারও প্রমাণ করে যে, ট্রাম্প ক্ষমতায় তাঁর শেষ দিনগুলোকে আইনের শাসন লংঘনের জন্য ব্যবহার করতে চান”। তিনি আরও বলেন যে, নতুন কংগ্রেসে এটা খুবই জরুরি যে, প্রতিনিধি পরিষদ ও সেনেটের ডেমক্র্যাটরা আমাদের গণতান্ত্রিক আইন রক্ষা বিষয়ক প্রস্তাব পাশ করেন, যার ফলে কোন প্রেসিডেন্ট তাঁর ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অপব্যবহার না করেন।

২০১৬ সালের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগের কারণে ওবামা প্রশাসন রাশিয়ার উপর যে নিষেধাজ্ঞা জারি করেছিল সেই সময়ে তার সঙ্গে যুক্তরাষ্ট্রে রুশ রাষ্ট্রদূত সার্গেই কিসলিয়াকের আলোচনা সম্পর্কে এফবি আই’এর কাছে মিথ্যে বলার জন্য ফ্লিন নিজেকে দু বার অপরাধী বলে স্বীকার করেন। এইসব আলোচনা হয় ২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনের সময় থেকে ২০১৭ সালের জানুয়ারির মধ্যে যখন ট্রাম্প ক্ষমতা গ্রহণ করেন। ওবামা প্রশাসনের কর্মকর্তারা ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে দিয়েছিলেন যে, ফ্লিনকে ব্ল্যাক মেইল করা যেতে পারে। এক মাসেরও কম সময় পর ফ্লিনকে ট্রাম্প বরখাস্ত করেন।

XS
SM
MD
LG