অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি পরিবর্তন করার আহবান জানিয়েছেন ডনাল্ড ট্রাম্প


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিকে বিপর্যস্ত আখ্যা দিয়ে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট মনোনয়োন প্রত্যাশী ডনাল্ড ট্রাম্প আমেরাকানদের স্বার্থ সংরক্ষন করে অবিলম্বে তা পরিবর্তন করার আহবান জানিয়েছেন।

ওয়াশিংটন হোটেলে দেয়া এক বক্তৃতায় বুধবার ট্রাম্প প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন তিনি এবং তাঁর নিয়োগকৃত দেশের শীর্ষ কুটনীতিক হিলারী ক্লিনটন দেশের পররাষ্ট্র নীতি ঠিকমত ব্যাবহার করতে পারেন নি।

ট্রাম্প যদি রিপাবলিকান দলের মনোনয়োন পান আর ডেমোক্রেটিক দলের তরফে ক্লিনটন মনোনয়োন পেলে তিনি হবেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী।

ট্রাম্প বলেন ওবামা ও হিলারীর পররাষ্ট্র নীতি ছিল বেপরোয়া দিশেহারা ও উদ্দেশহীন।

হোয়াইট হাউজের পক্ষ থেকে ট্রাম্পের বক্তব্যের বিরুদ্ধে বলা হয়েছে ২০০৯ সালে বারাক ওবামা ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্র নিরাপদ ও শক্তিশালি হয়েছে।

XS
SM
MD
LG