আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। গোটা দেশে ঐতিহ্যবাহী আতশবাজি , স্বজন ও বন্ধুদের সমাবেশ এবং প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ভিন্ন ধরণের ভাষণের মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে।
এই ৪ঠা জুলাই তারিখটিতে ১৭৭৬ সালে আমেরিকা , ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে। দেশটির রাজধানী ওয়াশিংটনে হাজার হাজার লোক ন্যাশনাল মল বা জাতীয় ময়দানে সমবেত হন সঙ্গীতানুষ্ঠান এবং আতশবাজির নানান রকম খেলা দেখার জন্য ।
এ বছর ট্রাম্প স্যালুট টু আমেরিকা নামের একটি নতুন কর্মসূচি ঘোষণা করেছেন যেখানে থাকবে লিংকন মেমোরিয়ালের সিঁড়ি থেকে তাঁর বক্তব্য যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির উপর আলোকপাত করা হবে। বুধবার তিনি এক টুইট বার্তায় জানান , “ জীবনভর মনে রাখার মতো হবে এই ঘটনা”।
প্রতিরক্ষা দপ্তর এ খবরটি নিশ্চিত করেছে যে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার এবং এ দেশের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা , জয়েন্ট চিফ অফ স্টাফস এর চেয়ারম্যান জেনারেল জোসেফ ডানফার্ড আজকের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য প্রেসিডেন্টের আমণ্ত্রণ গ্রহণ করেছেন।
অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সেনা, নৌ ও বিমানবাহিনী এবং যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডসহ প্রতিরক্ষা বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তা ছাড়া , প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে যে হোয়াইট হাউজ অন্যান্য সামরিক কর্মকর্তা এবং তাদের স্বজনদের জন্য পাঁচ হাজার টিকেট দিয়েছে।
সাধারণত এর আগে পর্যন্ত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা নিজেদের তুলে ধরেননি তাই ট্রাম্পের সমালোচকরা মনে করছেন যে ট্রাম্প আজকের অনুষ্ঠানটিকে নিজের নির্বাচনী প্রচার অভিযানে পরিণত করতে পারেন।