অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন অভিবাসীদের ডাকা কার্যক্রম সম্ভবত শেষ হয়ে যাবে


Trump DACA
Trump DACA

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রবিবার বলেছেন আমেরিকার একটি কার্যক্রম যার অধীনে অল্প বয়সী অভিবাসীদের বহিষ্কার থেকে সুরক্ষা করা হয়, সেই কার্যক্রম সম্ভবত শেষ হয়ে যাবে কারণ বিরোধী ডেমোক্রাটরা আসলে সেটি চান না, তারা শুধু সে বিষয়ে কথা বলতে চান।

প্রায় ৮ লক্ষ অভিবাসী যাদেরকে মা বাবারা শিশু বয়সে যুক্তরাষ্ট্রে অবৈধ ভাবে নিয়ে আসে, তাদের সুরক্ষার কার্যক্রমটি এ সপ্তাহে ওয়াশিংটনে রাজনৈতিক বিতর্কে স্থান পায়। হোয়াইট হাউস ও কংগ্রেসের মধ্যে, সরকার আংশিকভাবে বন্ধ করাটা এড়ানোর লক্ষ্যে, অর্থায়নের বিষয়ে যে আলোচনা চলছে, এই কার্যক্রমটা সেই আলোচনারই একটা অংশ। শুক্রবার মধ্যরাতে যুক্তরাষ্ট্র সরকারের কিছু সংস্থা চালু রাখার অর্থায়ন শেষ হয়ে যাবে।

অল্প বয়সী অভিবাসীদের বহিষ্কার থেকে সুরক্ষা করার Deferred Action for Childhood Arrivals (DACA) কার্যক্রমের মেয়াদ বাড়ানোর জন্য দ্বি দলীয় প্রস্তাব গত সপ্তাহে ট্রাম্প প্রত্যাখ্যান করেন।

XS
SM
MD
LG