প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার, সামুদ্রিক ঘূর্ণি ঝড় হারভেতে ক্ষতিগ্রস্ত টেক্সাস রাজ্যে উদ্ধার কাজ সরেজমিনে দেখেছেন এবং বলেছেন যে এই ঝড় থেকে উদ্ধার কাজ , যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম সব চেয়ে ব্যয়বহুল প্রচেষ্টা হতে পারে ।
এই ঝড়টিকে এ যাবৎ রেকর্ড ভঙ্গকারি দূর্যোগ হিসেবে দেখা হচ্ছে। শুক্রবার রাত থেকে হিউস্টনে এ পর্যন্ত ১২৪ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে । গোটা যুক্তরাষ্ট্রে এত অল্প সময়ে এত বেশি বৃষ্টিপাতের এই দৃষ্টান্ত ব্যতিক্রমি।
টেক্সাসের রাজধানী অস্টিনে জরুরি তৎপরতা কেন্দ্র পরিদর্শন করে, ট্রাম্প বলেন যে তার প্রশাসন ও কংগ্রেস এই ঝড়ের যারা শিকার হয়েছেন, তাদের সাহায্য করতে সমস্যার সঠিক সমাধান দেবেন।
প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প , হার্ভে ঘূর্ণিঝড়ে অবর্ননীয় ক্ষতি স্বচক্ষে দেখার জন্যে মঙ্গলবার সারাদিন টেক্সাসে কাটান। ঝড় হচ্ছে না কিন্তু দক্ষিণ পুর্ব টেক্সাস এবং লুইসিয়ানার পশ্চিমাঞ্চলে প্রচন্ড বৃষ্টিপাত হয়েছে।
ট্রাম্পের সঙ্গে মন্ত্রী সভার যে সব সদস্য গিয়েছিলেন , তাদের মধ্যে ছিলেন স্বাস্থ্য ও মানবিক পরিষেবা মন্ত্রী টম প্রাইস । তিনি বলেন তার বিভাগ এটা নিশ্চিত করার চেষ্টা করছে য়ে ঝড়ের শিকার লোকজন যাতে প্রয়োজন মত ওষুধপাত্র পান , বিমেষ করে তাঁরা , যারা ক্রনিক রোগি এবং তাদের ডাক্তারের কাছে যেতে পারছেন না।