অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে রকেট হামলার জন্য ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক কিংবা কুটনৈতিক কর্মীদের উপর যে কোন রকমের আক্রমণের বিরুদ্ধে ইরানকে হুঁশিয়ার করে দিয়েছেন। মাত্র কয়েকদিন আগেই সন্দেহ করা হচ্ছে ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া, অত্যন্ত সুরক্ষিত বাগদাদের গ্রীন জোনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের উপর এক নাগাড়ে অনেকগুলো রকেট নিক্ষেপ করে। ২৩শে ডিসেম্বর টুইটারে এই সতর্ক বার্তা দেওয়ার আগে, ইরাকে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট এলাকাগুলোতে যে কোন হামলা প্রতিহত করতে প্রেসিডেন্টকে অনেকগুলো বিকল্প প্রস্তাব প্রস্তুতের জন্যে যুক্তরাষ্ট্রের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা বৈঠক করেছেন। এই কথিত প্রধান কমিটির মধ্যে রয়েছেন ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস মিলার, পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়ান। নাম প্রকাশ করা হয়নি এমন একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে রয়টার জানাচ্ছে, তাঁরা হোয়াইট হাউজে বৈঠক করেন।

বেশ কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলে আসছিলেন যে, যুক্তরাষ্ট্রের ড্রোন আক্রমণে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সুলায়মানির মৃত্যুর প্রথম বার্ষিকীতে এবং এ বছর তেসরা জানুয়ারি বাগদাদ বিমান বন্দরের অদূরে ইরাকি মিলিশিয়ার উপর যুক্তরাষ্ট্রের আক্রমণের প্রতিশোধ নিতে ইরাকি মিলিশিয়া পাল্টা হামলা চালাতে পারে।

গতকালের ঐ বৈঠকের পর ট্রাম্প টুইটারে ২০শে ডিসেম্বর যুক্তরাষ্ট্রের দূতাবাসের উপর হামলার তীব্র সমালোচনা করেছেন এবং ইরানকে সতর্ক করে দিয়ে বলেন “যদি একজন আমেরিকানকেও হত্যা করা হয়, আমি ইরানকে এর জন্যে দায়ী করবো”। কাজেই ভেবে দেখবেন। ট্রাম্পের এই অভিযোগ যে সাম্প্রতিক এই রকেট হামলার পেছনে ইরান ছিল, সেটি ইরানের পররাষ্ট্র মন্ত্রী জাওয়াদ জরিফ নাকচ করে দেন।

XS
SM
MD
LG