অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প এবং জাঙ্কারের বৈঠকে শুল্ক আরোপের বিষয়টি বেশি গুরুত্ব পাবে


trump and junker

আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয়ন কমিশনের প্রেসিডেন্ট Jean-Claude Juncker এর মধ্যে বৈঠকে শুল্ক আরোপের বিষয়টি সবচাইতে বেশি গুরুত্ব পাবে ।জাঙ্কার ওয়াশিংটনে এই আশা নিয়ে আসছেন যে তিনি সম্ভাব্য বাণিজ্য যুদ্ধ এড়াতে ইউরোপিয়ান গাড়ীর ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসতে প্রেসিডেন্ট ট্রাম্পকে রাজি করাতে পারবেন। এই শুল্ক আরোপ করা হলে জার্মানির গাড়ি শিল্প ক্ষতিগ্রস্ত হবে।তবে বৈঠকের পূর্বে এই বিষয়ে দুই পক্ষের কোনও সমঝোতায় আসার ব্যপারে প্রেসিডেন্ট ট্রাম্পের মনোভাব হতাশ দেখা যায়। যুক্তরাষ্ট্রের এই নেতা বাণিজ্য অংশীদারদের ওপর আরও শুল্ক আরোপের হুমকি দেন।

মঙ্গলবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন উভয়েরই শুল্ক, প্রতিবন্ধক বা ভরতুকি থেকে বিরত থাকা প্রয়োজন।

XS
SM
MD
LG