প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে সম্ভাব্য শীর্ষ সম্মেলন বিষয়ে অলোচনার জন্য, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার কর্মকর্তারা আজ সোমবার আবারও সৈন্যমুক্ত এলাকায় সাক্ষাৎ করেন।
বৃহস্পতিবার আলোচনা বাতিল করে দেন। পরে ট্রাম্প বলেন যে ১২ই জুন সিঙ্গাপুরে শীর্ষ সম্মেলন হয়ত হতে পারে।
ট্রাম্প রবিবার টুইটারে বলেন “আমার দৃঢ় বিশ্বাস উত্তর কোরিয়ার অনেক সম্ভাবনা আছে এবং একদিন তারা অর্থনৈতিক দিক থেকে সফল হবে।”
ফিলিপিন্সে আমেরিকান রাষ্ট্রদূত এবং দক্ষিণ কোরিয়ায় সাবেক দূত সাং কিম প্রস্তুতি আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন। মঙ্গলবার পর্যন্ত আলোচনা চলবে বলে অনুমান করা হচ্ছে।