উত্তর কোরিয়া জানিয়েছে, ওয়াশিংটনের যাবতীয় দাবী এবং কিম জন ঊনের খুব শিগ্রী ওয়াশিংটনের সংগে আবারও আলোচনার সম্ভাবনা আছে বলে এমন যে একটি বিবৃতি কিম দেবেন---সেই অভিপ্রায় পিয়ংইয়াংএর নেই। একটি রিপোর্টের ইংগিত দেওয়া হয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম হয়তবা এক বছরের উপরে পরীক্ষা মূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বন্ধ রাখতে পারেন।
এসোসিয়েটেড প্রেসের রিপোর্টে আরও বলা হয়েছে, শুক্রবার ভাইস ফরেন মিনিস্টার বা সহ পররাষ্টমন্ত্রী ছো সন হুয়ি পিয়ংইয়াং-এ সাংবাদিক এবং কূটনীতিকদের এবিষয়ে অবহিত করেন। তিনি বলেন, হ্যানয়ে কিম এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় শীর্ষ বৈঠকে ট্রাম একটি চুক্তিতে পৌঁছানোর সুবর্ণ সুযোগ হারিয়েছেন।
ওদিকে, প্রেসিডেন্ট টাম্প বলেছেন, উত্তর কোরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ঐকমত্য না হওয়া তাঁকে আলোচনার টেবিল ত্যাগ করতে হয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এক সংবাদ সম্মেলনে বলেছেন, পিয়ংইয়ং চাইছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং তাদের ইয়োংবায়ন পরমাণু স্থাপনা সম্পূর্ণ ভাবে বন্ধ করার পরিবর্তে ওয়াশিংটনকে তাদের উপর থেকে সব ধরণের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।
ওদিক, উত্তর কোরিয়া বলেছে, তারাকেবলমাত্র আংশিক ভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবী করেছিল।