অ্যাকসেসিবিলিটি লিংক

অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে আবারো মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বুধবার আবারো অ্যাটর্নি জেনারেল জেফ সেশান্সের বিরুদ্ধে মন্তব্য করেছেন।

টুইটারে দেয়া দুটি মন্তব্যে ট্রাম্প প্রশ্ন করেন, অ্যাটর্নি জেনারেল জেফ সেশান্স কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা এফবিআই এর বর্তমান ভারপ্রাপ্ত প্রধান Andrew McCabe কে কেন পরিবর্তন করছেন না? প্রেসিডেন্ট ট্রাম্প, McCabe কে মে মাসে বরখাস্ত হওয়া এফবিআই প্রধান James Comey এর বন্ধু হিসাবে বর্ননা করেছিলেন।

যুক্তরাষ্ট্রের গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে যখন তদন্ত চলছিল তখন James Comey এফবিআই এর নেতৃত্বে থাকা অবস্থায় বরখাস্ত হন।

XS
SM
MD
LG