অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্পের টুইটে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্ষুব্ধ 


ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে প্রেসিডেন্ট ট্রাম্প যে মুসলিম বিদ্বেষী কয়েকটি ভিডিও সমর্থন করে আবারো টুইট করেছেন তা ঠিক করেননি বলে মন্তব্য করেন। তবে এর জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করেই বলেছেন যে “টেরিসা মে’র প্রেসিডেন্টের দিকে মনোযোগ দেওয়া ঠিক নয় যখন কিনা যুক্তরাজ্যেই চরম ধ্বংসাত্মক ইসলামপন্থী সন্ত্রাসবাদ বেড়েছে।”

বেশ ক’জন বিধায়ক প্রধানমন্ত্রী টেরিজা মে’র সঙ্গে দেখা করে আগামী বছর ব্রিটেনে ট্রাম্পের নির্ধারিত সফর বাতিল করার আহ্বান জানান। লেবার দলের সাংসদ ডেভিড ল্যামি বলেন, তাঁর কথায়, “তিনি আমাদের কোন মিত্র বা বন্ধু নন।”

লন্ডনের মেয়র সাদিক খান আরও বলেন, এটা ক্রমশই পরিষ্কার হয়েছে যে ট্রাম্পকে স্বাগত জানানো উচিৎ নয় এবং ব্রিটেনে অনেকেই তার এই টুইটার বার্তাকে যুক্তরাষ্ট্র-ব্রিটেন সম্পর্কের প্রতি বিশ্বাসঘাতকতা বলে মন করবে।প্রধানমন্ত্রী মে’র মুখপাত্র বলেন যে ঐ সব ভিডিও আবারও টুইট করে ট্রাম্প ভুল করেছেন। “ব্রিটিশ জনগণ চরম ডানপন্থীদের এক পেশে বাগাড়ম্বর প্রত্যাখ্যান করে কারণ তা হচ্ছে এ দেশ যে মূল্যবোধ পোষণ করে তার পরিপন্থী। "

XS
SM
MD
LG