অ্যাকসেসিবিলিটি লিংক

মিশিগানে প্রেসিডেন্ট ট্রাম্প জ্বালাময়ী এক ভাষণে দেন


মিশিগানে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রাজ্যের গ্র্যান্ড রেপিডর্সে বৃহস্পতিবার এক সমাবেশে যোগ দেন। সেখানে তিনি ২০১৬ সালের নির্বাচনী প্রচারণার সংগে রাশিয়ার সংশ্লিষ্টতার অভিযোগ বিষয়ক তদন্তে তার সম্পূর্ণ বিজয়ের কথা তুলে ধরেন এবং বিশেষ কৌঁসুলি ২২ মাস ধরে যে তদন্ত চালিয়েছেন তার প্রতি প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন।
৮২ মিনিটের জ্বালাময়ী ভাষণে ট্রাম্প বলেন, অকৃতকার্য একদল মানুষ প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল মেনে দিয়ে চাননি বলেই তারা ব্যক্তিগত আক্রমণ এবং আমেরিকান গণতন্ত্রকে ছিন্ন ভিন্ন করার চেষ্টা করেছেন।

তিনি চান ঐ তদন্তের পেছনে যারাছিলেন তাদেরকেও দায়ী সাব্যস্ত করতে। তবে বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের পূর্ণ রিপোর্টটি প্রকাশিত হয় নি, কেবল মাত্র এর সংক্ষেপ সার প্রকাশিত হয়েছে।

রবিবার আমেরিকার বিচার বিভাগের প্রকাশিত মাত্র ৪ পৃষ্ঠার রিপোর্টটির উপরে ভিত্তি করে তিনি ঐ তদন্তে তার সম্পূর্ণ জয় হয়েছে দাবী করছেন।

XS
SM
MD
LG