অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্পের টেলিফোনে আড়িপাতার বিষয়ে কোন প্রমান পায়নি যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদের গোয়েন্দা সংক্রান্ত কমিটি


যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদের গোয়েন্দা সংক্রান্ত কমিটির শীর্ষ নেতা বুধবার জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, গত নভেম্বরের নির্বাচনের আগের সপ্তাহ গুলোতে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের টেলিফোনে আড়ি পেতেছেন, ট্রাম্পের এমন দাবির কোন প্রমান পাওয়া যায়নি।

প্যানেল চেয়ারম্যান রিপাবলিকান কংগ্রেসম্যান Devin Nunes বলেন, "আমলে নেয়ার মত কোন প্রমান আমরা পায়নি। আমি মনে করি না ট্রাম্প টাওয়ারের টেলিফোনে আড়িপাতা হয়েছিল।“

তাঁর সঙ্গে একমত হয়ে কমিটির শীর্ষ ডেমোক্রেট নেতা কংগ্রেসম্যান Adam Schiff বলেন, “যাই হোক না কেন আজ পর্যন্ত আমি, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা টেলিফোনে আড়িপাতার নির্দেশ দিয়েছেন, এমন কোন প্রমাণ দেখিনি।“

উভয় নেতা বলেন, ডনাল্ড ট্রাম্পের টেলিফোনে আড়িপাতার বিষয়ে আদালতের কোন নির্দেশ রয়েছে কিনা, তা জানতে তারা বিচার বিভাগের তথ্যের জন্য সোমবার পর্যন্ত অপেক্ষা করবেন। কিন্তু তারা বলেন, এখন পর্যন্ত তাদের তদন্তে এ ধরনের কোন কিছু নেই।

XS
SM
MD
LG