অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প: অভিবাসনের ব্যাপারে কংগ্রেস কঠোর না হলে, সরকারি দপ্তর না হয় আরেক দফা বন্ধই থাকুক


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেন যে কংগ্রেস যদি অভিবাসনের বিষয়ে আরও কঠোর বিধিনিষেধ আরোপে রাজি না হয় , তা হলে আরো একবার ফেডারেল সরকারের কাজ কর্ম বন্ধ হওয়াকে তিনি বরঞ্চ মেনে নেবেন।

হিস্প্যানিক অপরাধী চক্র Mara Salvatrucha যারা সাধারণত MS-13 নামেই পরিচিত তাদের সহিংসতা বিষয়ে আইন প্রয়োগকারী প্যানেলের সঙ্গে হোয়াইট হাউজে আলোচনার সময়ে ট্রাম্প বলেন , আমরা যদি আইন পরিবর্তন না করি , যদি আমরা সেই সব ফাঁক ফোকর বন্ধ না করি যার কারণে ঘাতকদের আমাদের দেশে আসতে দেওয়া হয় এবং তারা হত্যাকান্ড চালিয়ে যাচ্ছে এবং আমরা যদি তা বন্ধ করতে না পারি , তা হলে সরকারি দপ্তর বন্ধই হোক।

যুক্তরাষ্ট্র সরকারি দপ্তরের কর্মকান্ড সাময়িক ভাবে বন্ধ হয়ে যাওয়ার এই সম্ভাবনা সম্পর্কে ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে আসলো যখন এই সাময়িক ব্যয় বরাদ্দের সময় শেষ হবার মাত্র দু দিন আগে নতুন করে স্বল্প সময়ের অর্থ বরাদ্দের ব্যাপারে সরকারি বিধায়করা হিমসিম খাচ্ছেন। ২০১৩ সালের পর এই প্রথম জানুয়ারির মাঝামাঝি সাময়িক ভাবে সরকারি কার্যক্রম বন্ধ হয়ে যায় , যার কারণ ছিল , বিতর্কিত অভিবাসন নীতি। হোয়াইট হাউজ মুখপাত্রী সারাহ হাকাবী স্যান্ডার্স বলেন , প্রেসিডেন্ট সরকারি দপ্তর বন্ধ করার পক্ষে বলছেনন না , সেটার কারণ ডেমক্র্যাটরা তাদের দায়িত্ব ঠিক মতো পালন করছেন না।

XS
SM
MD
LG