অ্যাকসেসিবিলিটি লিংক

অ্যারিজোনায় মেক্সিকোর সঙ্গে দেয়াল নির্মাণের পক্ষে ট্রাম্পের জোরালো বক্তব্য


অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্সে একটি সমাবেশে ভাষণ দেয়ার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঐ দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজ্যের সীমান্ত দেয়ালের একটি অংশ পরিদর্শন করেছেন। ট্রাম্প এই সীমান্ত দেয়ালের একটি অংশের প্রশংসা করেন, সেখানে তিনি এবং আরও কিছু কর্মকর্তা দেয়ালে স্বাক্ষর করেন। প্রেসিডেন্ট বলেন এই দেয়াল অবৈধ অভিবাসন এবং করোনা ভাইরাসের প্রবেশ বন্ধ করবে। তবে অ্যারিজোনা রাজ্যটি এখন কভিড ১৯ সংক্রমণের একটি কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। ট্রাম্পের এই সফরের ঠিক আগে অ্যারিজোনার স্বাস্থ্য দপ্তর মঙ্গলবার জানায় যে সেই রাজ্যে নতুন করে ৩,৬০০ জন এই রোগে সংক্রমিত হয়েছেন। জন্স হপকিন্স ইউনিভার্সিটির গবেষণা কেন্দ্রের মতে সব মিলিয়ে অ্যারিজোনায় এখন মোট সংক্রমিত রোগির সংখ্যা হচ্ছে ৫৪,০০০ এবং মারা গেছে ১,৩০০ ।

সীমান্ত দেয়াল প্রসঙ্গে ট্রাম্প বলেন আমাদের সীমান্ত এর আগে কখনই এতটা সুরক্ষিত ছিল না। এটি হচ্ছে বিশ্বের সব চেয়ে শক্তিশালী এবং সামূহিক সীমান্ত প্রাচীর। তিনি আরও বলেন আমাদের জরুরি জনস্বাস্থ্য কর্তৃপক্ষের মাধ্যমে আমরা দক্ষিণের এই সীমান্তে করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে সক্ষম হয়েছি, মানুষ পাচার বন্ধ করেছি এবং সীমান্ত অতিক্রমকারীদের দ্রুতই ফেরত পাঠিয়েছি। ট্রাম্প বলেন জনস্বাস্থ্য বিষয়ক এই সব পদক্ষেপে ছাড়া, দক্ষিণের এই সীমান্ত হতো বিশ্বে করোনাভাইরাসের মূলকেন্দ্র। যুক্তরাষ্ট্র সরকার বলছে যে ২০১৭ সালের জানুয়ারি মাস থেকে ৩৩৮ কিলোমিটারের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে তবে দেখা যাচ্ছে যে আগে যেখানে কোন দেয়াল ছিল না সে রকম মাত্র ৪.৮ কিলোমিটার জায়গা জুড়ে দেয়াল নির্মান করা হয়েছে।

XS
SM
MD
LG