কমেই চলেছে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা। সর্ব-সাম্প্রতিক ওয়াশিটন পোস্ট-এবিসি নিউজ জরিপের ফলাফলে দেখা যায় প্রেসিডেন্ট ট্রাম্পের গ্রহনযোগ্যতা ৪২ শতাংশ থেকে ৩৬ শতাংশে নেমে গেছে। আর অগ্রহনযোগ্যতা বেড়েছে ৪৫ শতাংশ থেকে ৫৮ শতাংশে।
ওয়াশিংটন পোস্ট বলেছে জরিপে অংশগ্রহণকারীরা জানান তারা প্রেসিডেন্টের পারফর্মেন্সে সন্তুষ্ট নন।
৪৮ শতাংশ; অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক জনসংখ্যা মনে করেন ট্রাম্প শাষণামলে বৈশ্বিক অবস্থানে যুক্তরাষ্ট্রের স্থান নীচের দিকে নেমে যাচ্ছে। আর ২৭ শতাংশ আমেরিকান মনে করেন, যুক্তরাষ্ট্রের অবস্থান আরো শক্ত পোক্ত হচ্ছে।
ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের আলোচনা নিয়ে আমেরিকানরা কি মনে করেন, নির্দিষ্ট করে এই প্রশ্নের জবাবে ৪৮ শতাংই বলেছেন ‘তারা ট্রাম্পকে বিশ্বাস করেন না’।
ডনাল্ড ট্রাম্প জুনিয়র ও ট্রাম্পের প্রেসিডেন্সীয়াল প্রচারণার কর্মকর্তারা রাশিয়ার আইনজীবি ও রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে হিলারী ক্লিন্টস সম্পর্কে তথ্য পেয়েছেন; নিউইয়র্ক টাইমসে এই খবর প্রকাশ হওয়ার পর এই জরিপটি করা হয়। প্রতি দশ জনের মধ্যে ৬জন আমেরিকান বলেছেন ঐ সাক্ষাৎ সঠিক ছিল না। রিপাবলিকানদের মধ্যে অর্ধেকই বলেছেন তা সঠিক ছিল।
ট্রাম্প তাঁর প্রেসিডেন্সীর যে পর্যায়ে এখন এই অবস্থানে থাকাকালে ওবামা ও বুশের গ্রহনযোগ্যতা ছিল ৫৯ শতাংশ। পোস্টের খবরে বলা হয় ট্রাম্পের অবস্থান এখন বিল ক্লিন্টনের কাছাকাছি যা ১৯৯৩ সালে ছিল সর্বনিম্ন, ৪৩ শতাংশ। পরে অবশ্য তা বেড়েছিল।