অ্যাকসেসিবিলিটি লিংক

জি টুয়েন্ট সম্মেলনে ট্রাম্প-পুতিন দ্বিতীয় দফা বৈঠক


ট্রাম্প এবং পুতিনের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক
ট্রাম্প এবং পুতিনের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ মাসের গোড়ার দিকে জার্মানিতে অনুষ্ঠিত জি –টুয়েন্টি শীর্ষ সম্মেলনে দ্বিতীয় আরেকবার বৈঠক করেছেন বলে মঙ্গলবার রাতে হোয়াইট হাউজ জানিয়েছে। এই দ্বিতীয় বৈঠকের খবরটি এর আগে প্রকাশ করা হয়নি।

জুলাই মাসের সাত তারিখে হ্যামবুর্গে এই দুই প্রেসিডেন্ট সর্বপ্রথম সরাসরি বৈঠক করেছেন দু ঘন্টারও বেশি সময় ধরে।

কিন্তু এখন জানা গেছে যে জি-টুয়েন্টির রাষ্ট্র প্রধান এবং তাদের স্ত্রী বা স্বামীদের সম্মানে দেওয়া ভোজ সভার সময় ঐ একই সন্ধ্যায় ট্রাম্প এবং পুতিনের মধ্যে দ্বিতীয়বার আলোচনা অনুষ্ঠিত হয়।

এর আগে টুইটারে এ ব্যাপারে সংবাদ মাধ্যমের খবর সম্পর্কে ট্রাম্প বলেন পুতিনের সঙ্গে গোপন নৈশভোজের ভূযা খবরটি অসুস্থ মানসিকতার পরিচয়।

তবে প্রায় এক ঘন্টাব্যাপী ঐ বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছিল সেটা সম্পর্কে তাৎক্ষনিক ভাবে কিছু জানা যায়নি।

হোয়াইট হাউজ এ সম্পর্কে ভিন্ন কথা বলছে । নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট পুতিনের মধ্যে দ্বিতীয় কোন বৈঠক হয়নি । ভোজ শেষে তাঁদের মধ্যে সংক্ষিপ্ত কথা হয়েছে।

XS
SM
MD
LG