অ্যাকসেসিবিলিটি লিংক

আগামী মাসে প্রেসিডেন্ট ট্রাম্পের সংগে পুটিনের শীর্ষ বৈঠকের সম্ভবনা


হোয়াইট হাউজ কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদীমির পুটিনের মধ্যে শীর্ষ বৈঠকের পরিকল্পনা করা হচ্ছে। আগামী মাসে ব্রাসেলসে অনুষ্ঠিত নেটো শীর্ষ বৈঠকের আগে অথবা প্রেসিডেন্ট ট্রাম্পের ব্রিটেন সফরের দু’দিন পরে ঐ দুই নেতার মধ্যে বৈঠক হতে পারে। বিশ্ব প্রেক্ষাপটে পুটিনের অবস্থানের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প-এর আগ্রহ রয়েছে।
ওদিকে রাশিয়ার সংবাদ সংস্থা TASS news এর খবরে বলা হয়েছে,ক্রেমলিনের কর্মকর্তারা জানিয়েছেন যেআগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন মস্কো সফর করবেন এবং ঐ সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদীমির পুটিনের সংগে তার বৈঠকে সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার ক্রেমলিন নিশ্চিত করেছে যে বল্টন, আগামী মাসে প্রেসিডেন্ট ট্রাম্পের সংগে পুটিনের সম্ভাব্য শীর্ষ বৈঠকের পরিকল্পনা নিয়ে আলোচনার জন্যই মস্কো সফর করছেন।আগামী সপ্তাহে বল্টন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারগেয়ি লাভরভের সংগে সাক্ষাত করবেন ।

XS
SM
MD
LG