অ্যাকসেসিবিলিটি লিংক

বৈঠক হতে চলেছে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট পুতিনের মধ্যে


প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও রূশ প্রেসিডেন্ট Vladimir Putin সম্ভবত: পরে, এ সপ্তাহেই পরস্পর মুখোমুখি হবেন বলে মনে হচ্ছে, ভিয়েতনামে, অর্থনৈতিক শীর্ষ সম্মেলন চলাকালে, পৃথক আয়োজনে, ভিন্ন মঞ্চে। ক্রেমলীন থেকে এটা বলা হয়েছে আজ বুধবারে।

পুতিনের পররাষ্ট্র বিষয়ক এক পরামর্শক ইউরি উশাকফ বলেছেন- আলোচনা করবার রয়েছে কিছু বিষয় এবং আমরা তার জন্যে তৈরি রয়েছি। বলেন- শুক্রবার দানাংয়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগীতা ফোরাম এপেকের যে বাৎসরিক সামিট হবে তারই আলোচনার মাঝখানে, বিরতি কালে এঁদের এ বৈঠক হবে পৃথক আয়োজনে-ভিন্ন মঞ্চে। পরে দু’জনের মুখোমুখি অন্য বৈঠকও হতে পারে আরো বিস্তরিতভাবে- তবে তার কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি – বলেন তিনি।

XS
SM
MD
LG