যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হেলসিংকির শীর্ষ বৈঠককে বিরাট সফল্য বলে অভিহিত করেছেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদামির পুতিনের সঙ্গে আবার দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন। অন্যদিকে মি পুতিন ঐ শীর্ষ বৈঠককে খর্ব করার প্রচেষ্টার জন্য যুক্তরাষ্ট্রের রাজনৈতিক শক্তিগুলোকে অভিযুক্ত করেছেন।এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, রাশিয়ার সঙ্গে শীর্ষ বৈঠক দারুণ সফল ছিল,কেবল মাত্র জনগণের আসল শত্রু ভুয়া সংবাদ মাধ্যমের দৃষ্টিকোণ ছাড়া। তিনি আরও বলেন যে তিনি তাদের মধ্যকার দ্বিতীয় বৈঠকের দিকে চেয়ে আছেন যখন তারা সন্ত্রাসবাদ দমন , ইসরাইলের নিরাপত্তা , পরমাণু বিস্তার , সাইবার আক্রমণ , বানিজ্য , ইউক্রেইন , মধ্যপ্রাচ্য শান্তি , উত্তর কোরিয়া এবং আরো যে সব বিষয়ে আলোচনা হয়েছে তা বাস্তবায়িত করতে পারবেন।অন্যদিকে সোমবার ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক সম্পর্কে প্রকাশ্যে দেওয়া প্রথম এই মন্তব্যে পুতিন রুশ কুটনীতিকদের বলেন, “ আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রে এমন সব শক্তি তৎপর রয়েছে যারা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক লড়াইয়ের তাদের উচ্চাকাঙ্খা পুরণের জন্য রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক পরিত্যাগ করতে রাজি রয়েছে।তিনি বলেন এটা মনে করা মূঢ়তার পরিচয় হবে যে কয়েক ঘন্টার মধ্যেই বিশ্বের দুটি বৃহত্তম পারমানবিক মহাশক্তির মধ্যকার সব সমস্যা সমাধান হয়ে যাবে। তবে তিনি বলেন যে ইতিবাচক পরিবর্তনের পথ এক সঙ্গেই শুরু হয়েছে । এটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে শেষ পর্যন্ত পুর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে যার ফলে আমরা সরাসরি কথা বলতে পেরেছি। আমরা দেখবো বিষয়গুলো কি ভাবে এগোয়।