অ্যাকসেসিবিলিটি লিংক

হোয়াইট হাউজের ভেতরে বিশৃঙ্খলা বিরাজের অসমির্থত সংবাদকে ট্রাম্প নাকচ করে দিয়েছেন


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এ ধরণের খবর নাকচ করে দিয়েছেন যে তাঁর হোয়াইট হাউজে বিশৃঙ্খলা বিরাজ করছে। মঙ্গলবার তাঁর টুইটারে এক মন্তব্যে ট্রাম্প লেখেন যে এ ধরণের মেকি সংবাদকে প্রশ্রয় দেবেন না যারা বলছে যে ট্রাম্প প্রশাসনে অন্তর্দ্বন্দ্ব চলছে । তিনি বলেন আমরা খুব ভালো ভাবেই চলছি এবং প্রধান কাজগুলো সম্পন্ন হচ্ছে।

বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্রের প্রধান সংবাদ মাধ্যমগুলো বলছে যে তাঁকে কেন্দ্র করে যে বিতর্ক দেখা দিয়েছে সেটি সামলাতে তাঁর কর্মচারিদের ব্যর্থতার জন্য তিনি তাদের উপর ক্ষুব্ধ । তারই পরিপ্রেক্ষিতে ট্রাম্প এই মন্তব্য দেন।

প্রধান সংবাদপত্র এবং টেলিভিশন নেটওয়ার্কের বিরুদ্ধে এটি ছিল ট্রাম্পের সর্বসাম্প্রতিক টুইট মন্তব্য। ঐ সব সংবাদমাধ্যম এমন অসংখ্য সংবাদ প্রকাশ বা প্রচার করেছে যাতে ট্রাম্পের হোয়াইট হাউজে পর্দার অন্তরালের অনেক ঘটনার কথা বলা হয় তবে এগুলোর ভিত্তি ছিল প্রধানত নাম প্রকাশ না করা সুত্র কিংবা ফাঁস হয়ে যাওয়া নথিপত্র।

ট্রাম্প এই সব কাহিনীর বিরুদ্ধে জোরালো অবস্থান নেন এবং এগুলোকে নকল ও বানোয়াট সংবাদ বলে বর্ণনা করেছেন যার সুত্রের উল্লেখ করা হয়নি।

XS
SM
MD
LG