অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প এক কার্য নির্বাহী আদেশের মাধ্যমে দেশে শরণার্থীদের আবার প্রবেশ করতে দিচ্ছেন


Julie Rajagopal, facing, hugs her 16-year-old foster child from Eritrea after posing for photos at Dolores Park in San Francisco, July 14, 2017. When he landed in March, he was among the last refugee foster children to make it into the U.S. Trump administ
Julie Rajagopal, facing, hugs her 16-year-old foster child from Eritrea after posing for photos at Dolores Park in San Francisco, July 14, 2017. When he landed in March, he was among the last refugee foster children to make it into the U.S. Trump administ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এক কার্য নির্বাহী আদেশের মাধ্যমে দেশে শরণার্থীদের আবার প্রবেশ করতে দিচ্ছেন। কিন্তু ১১টি দেশের নাগরিকদের এ দেশে প্রবেশের সময় কড়া নিরাপত্তা ব্যবস্থার সম্মুখীন হতে হবে। জাতীয় নিরাপত্তার প্রতি ওই১১টি দেশে খুবই ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়।

এই নতুন কার্য নির্বাহী আদেশ দেওয়া হয় মঙ্গলবার যখন পূর্বেকার এক নির্বাহী আদেশের মেয়াদ শেষ হয়ে যায়। ওই আদেশ অনুযায়ী শরণার্থীদের এদেশে প্রবেশের উপর ১২০ দিনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিলো।

XS
SM
MD
LG