অ্যাকসেসিবিলিটি লিংক

হোয়াইট হাউজের চীফ অফ স্টাফ হলেন স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের মন্ত্রী


হোয়াইট হাউজের চিফ অফ স্টাফের স্থলাভিষিক্ত হলেন মেরিন কোরের অবসরপ্রাপ্ত জেনারেল জন কেলি, যিনি যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের প্রধান ছিলেন।

সাম্প্রতিক দিনগুলোতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প , তাঁর চিফ অফ স্টাফ রাইন্স প্রিবাসকে ক্রমশই কোণঠাসা করছিলেন এবং হোয়াইট হাউজের কমিউনিকেশান পরিচালক এ সপ্তায় প্রকাশ্য ভাবে মি প্রিবাসকে তাঁর কথায় ভগ্নমনস্ক মানসিক ব্যধিগ্রস্ত ব্যক্তি বলে উল্লেখ করেন।

গতকাল সন্ধ্যায় সংবাদদাতাদের উদ্দেশ্য হোয়াইট হাউজের প্রেস সচিব সারাহ হাকাবিহ স্যান্ডার্স বলেন প্রায় দু সপ্তা আগেই এ ব্যাপারে প্রেসিডেন্ট এবং রাইন্সের মধ্যে কথাবার্তা হয়েছে।

পদত্যাগের পর সিএন এন ‘এর সঙ্গে এক সাক্ষাৎকারে প্রিবাস বলেন , প্রেসিডেন্ট ভিন্ন পথ নিতে চাইলেন । তিনি বলেন এটাই হচ্ছে নতুন করে শুরু করার উপযুক্ত সময় । আমার মনে হয় , এটাই হোয়াইট হাউজ চায়।

প্রিবাস বলেন তিনি আসলে বৃহস্পতিবারই প্রেসিডেন্টের কাছে তাঁর পদত্যাগ পত্র জমা দেন , যদিও তা শুক্রবারের আগে প্রকাশ করা হয়নি।

এ দিকে কেলি বলেছেন প্রেসিডেন্টর চিফ অফ স্টাফ পদে ডোগ দেয়ার আমন্ত্রণে তিনি সম্মানিত বোধ করছেন।

XS
SM
MD
LG