সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, অ্যালাব্যামায় আগামী সপ্তাহে সেনেট নির্বাচনের প্রার্থী রয় মোরের প্রতি সমর্থন প্রকাশ করেছেন। অন্যান্য বিশিষ্ট রিপাবলিকানরা মোরকে প্রত্যাহার করার যে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট তা অগ্রাহ্য করেছেন। চার দশক আগে যখন মোরের বয়স ৩০এর কোঠায়, তখন অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের প্রতি যৌন অসদাচারণের অভিযোগ রয়েছে মোরের বিরুদ্ধে।
এক টুইটার বার্তায় ট্রাম্প বলেন ব্যাপক কর হ্রাসের বিলের পক্ষে ডেমোক্রাটরা একটি ভোটও দেননি। এবং সে কারণেই রিপাবলিকান রয় মোর অ্যালাব্যামায় জয়ী হন সেটাই আমাদের প্রয়োজন।
যে বিশিষ্ট রিপাবলিকানরা চাইছেন মোর তাঁর প্রার্থীত্ব প্রত্যাহার করে নেন সেই তালিকায় আছেন সেনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাকনেল এবং প্রতিনিধি পরিষদের স্পিকার পল রাইয়ান এবং রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদের জন্য মনোনিত দুজন সাবেক প্রার্থী মিট রমনি ও সেনেটর জন ম্যাকেইন।