অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এফবিআই এর তৎপরতা বিষয়ে তদন্ত করবে


Trump Russia Probe
Trump Russia Probe

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চাপের মুখে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তাদের ইন্সপেক্টর জেনারেলকে তদন্ত করতে বলছে যে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে এফবিআই যে বিদেশী গুপ্তচর দমন তৎপরতা চালায় তা রাজনৈতিক উদ্দেশ্য প্রনদিত ছিল কিনা।

রবিবার ট্রাম্প এই দাবী করার পর যে বিচার বিভাগকে দেখতে হবে যে এফবিআই রাজনৈতিক কারণে কিংবা ওবামা প্রশাসনের অনুরোধে, ট্রাম্প নির্বাচনী প্রচার অভিযানে নজর রেখেছে কিনা, বিচার বিভাগ এই পদক্ষেপ নেয়।

বিচার বিভাগ থেকে বলা হয়েছে Foreign Intelligence Surveillance Act ব্যবহারের বিষয়ে বর্তমানে যে মূল্যায়ন করা হচ্ছে, তারা তাদের ইন্সপেক্টর জেনারেলকে তা আরও সম্প্রসারণ করতে বলেছে। একজন অবসর প্রাপ্ত আমেরিকান প্রফেসর কিভাবে এফবিআই কে গোপন তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হয় এবং ট্রাম্প ক্যামপেইনের তিন কর্মকর্তার সঙ্গে তার যোগাযোগের বিষয়ে ইন্সপেক্টর জেনারেল তদন্ত করে দেখবেন।

XS
SM
MD
LG