যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তাঁর জামাতা এবং হোয়াইট হাউসের এক শীর্ষ উপদেষ্টা জ্যারেড কুশনারকে সমর্থন করে তার পক্ষে বক্তব্য রাখছেন। সংবাদ মাধ্যমে বলা হচ্ছে জানুয়ারী মাসে ট্রাম্প ক্ষমতা নেওয়ার কয়েক সপ্তাহ আগে, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন সংযোগ স্থাপনের চেষ্টা করেন কুশনার।
রবিবার ট্রাম্প নিউ ইয়র্ক টাইম্স পত্রিকাকে বলেন “জ্যারেড দেশের জন্য খুব ভাল কাজ করছে। তাঁর প্রতি আমার পূর্ণ আস্থা আছে।”
৩৬ বছর বয়স্ক কুশনার ট্রাম্পের হোয়াইট হাউস স্টাফে যোগ দেওয়ার আগে নিউ ইয়র্কে রিয়াল এস্টেট কর্মকর্তা ছিলেন। তিনি ট্রাম্পের কন্যা ইভাঙ্কার স্বামী। ইভাঙ্কাও হোয়াইট হাউসে এক উপদেষ্টা।