অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্পের সাবেক আইনজীবী বলেছেন তিনি সবচাইতে অগ্রাধিকার দিচ্ছেন তাঁর পরিবার ও দেশকে, প্রেসিডেন্টকে নয়


Trump Lawyer Investigation
Trump Lawyer Investigation

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোয়েন যার বিরুদ্ধে ফৌজদারী তদন্ত চলছে, তিনি সোমবার বলেছেন তিনি সবচাইতে অগ্রাধিকার দিচ্ছেন তাঁর পরিবার ও দেশকে, প্রেসিডেন্টকে নয়।

নিউ অ্যাটর্নি কোয়েন, এক সময় যিনি বলেছিলেন তিনি ট্রাম্পের জন্য প্রাণ দিতে পারেন, তিনি রিয়েল এস্টেট এর ব্যবসা করতেন এবং পরে রাজনীতিক হন।

কিন্তু বিচার বিভাগের বিশেষ কৌঁসুলি রবার্ট ম্যুলার ২০১৬ সালে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচন অভিযানের সময় কোয়েনের ভূমিকা তদন্ত করছেন। এবিসি নিউস এর সঙ্গে এক সাক্ষাৎকারে মাইকেল কোয়েন এখন ভিন্ন সুরে কথা বলছেন।

৫১ বছর বয়স্ক আইনজীবী এই ইঙ্গিত দেন যে তিনি তদন্তে অভিশংসকদের সঙ্গে সহযোগিতা করবেন।

XS
SM
MD
LG