প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট বলেছেন তদন্তকারী যারা ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার প্রভাব খতিয়ে দেখছিলেন তারা ফ্লিনের প্রতি অন্যায় আচরণ করেন।
শুক্রবার ফ্লিন কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআই এর কাছে মিথ্যে কথা বলার দোষ স্বীকার করেছেন। যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে গত জানুয়ারি মাসে তার যোগাযোগের বিষয়ে ফ্লিন এফবিআই এর কাছে মিথ্যে কথা বলেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের বেশ কয়েক সপ্তাহ আগে তাদের ওই সংলাপ হয়েছিল।