অ্যাকসেসিবিলিটি লিংক

এফবিআই ও হোয়াইট হাউজ চীফ অব ষ্টাফ রেইন্স প্রিবাসের মধ্যে আলাপ হয়েছে


ট্রাম্প প্রেসিডেন্সীয়াল ক্যাম্পেইন কর্মকর্তা ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ ছিল বলে গনমাধ্যমে যে খবর প্রচার হয়েছে তা নিয়ে এফবিআই ও হোয়াইট হাউজ চীফ অব ষ্টাফ রেইন্স প্রিবাসের মধ্যে আলাপ হয়েছে বলে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

আলোচনায় বলা হয় এফবিআইয়ের তদন্ত বিচার বিভাগের প্রচলিত নিয়ম কানুনের লংঘন হতে পারে। ট্রাম্প প্রেসিডেন্সীয়াল ক্যাম্পেইন কর্মকর্তা ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ, এফবিআই তদন্ত এসব নিয়ে সিএনএন নিউইয়র্ক টাইমসের খবরের সত্যতা অস্বীকার করেন হোয়াইট হাউজ কর্মকর্তারা।

সিএনএন এর খবরে বলা হয় রেইন প্রিবাস, এফবিআই পরিচালক জেমস কোমে এবং উপ পরিচালক এন্ড্রিউ ম্যাককেব এর সঙ্গে কথা বলে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের কর্মীদের যোগাযোগের খবর বিষয়ক আসল খবর প্রকাশ করতে বলেন। জেসস কোমে তা অস্বীকার করেন।

XS
SM
MD
LG