যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট বলছেন যে ওবামা প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে , সেটি তিনি বহাল রাখবেন তবে তার মেয়াদকাল কম হবে। ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে ডনাল্ড ট্রাম্প বলেন যে অন্তত কিছু সময়ের জন্য তিনি এই নিষেধাজ্ঞা অব্যাহত রাখবেন তবে রাশিয়া সন্ত্রাসীদের বিরু্দ্ধে লড়াইয়ে যদি সহায়তা করে এবং যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ অন্যান্য লক্ষ্য অর্জনের সহায়ক হয় তবে , সেই নিষেধাজ্ঞা তুলে নেয়া হতে পারে। তিনি সংবাদপত্রটিকে বলেন , “ যদি মানিয়ে চলা যায এবং রাশিয়া যদি সত্যিই আমাদের সাহায্য করে , তা হলে কেউ যদি কোন ভাল কাজ করে , তা হলে তার উপর নিষেধাজ্ঞা থাকবে কেন । এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয় শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের ওয়েব সাইটে।
ট্রাম্প বলেন শপথ নেয়ার পর তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করতে প্রস্তুত থাকবেন। দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে তিনি বলেন , “ আমার মনে হয় তারা আমার সঙ্গে দেখা করতে আগ্রহী হবে , এবং তাতে আমার কোন আপত্তি নেই”। ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে যে রাশিয়া ট্রাম্প প্রশাসনকে , কাজাখাস্তানের রাজধানী আস্তানায় সিরিয়া সম্পর্কিত শান্তি আলোচনায় আমন্ত্রণ জানিয়েছে। ট্রাম্পের অভিষেকের মাত্র কয়েকদিনের মধ্যেই এই আলোচনা অনুষ্ঠিত হবে। পত্রিকাটি বলছে ওয়াশিংটনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সার্গে কিজলিয়াক গত মাসেই ফোনে মি ট্রাম্পের নিযুক্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে ফোনে এই আমন্ত্রণ জানান। ওবামা প্রশানকে আমন্ত্রণ জানানো হয়নি। বলা হচ্ছে ২৯শে ডিসেম্বর যেদিন ওবামা রাশিয়ার ৩৫ জন কুটনীতিককে বহিষ্কার করেন , সেদিনই ফ্লিন এবং কিজলিয়াক বেশ কয়েকবার ফোনে কথা বলেন।